Sarbojanin Pension Scheme -রাজশাহীতে সর্বজনীন পেনশন মেলা-২০২৪

0
190
Universal Pension
universal pension scheme bd
রাজশাহীতে আজ শুক্রবার সর্বজনীন পেনশন মেলা শুরু হয়েছে। রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসিন সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টার দিকে বেলুন উড়িয়ে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

পেনশন কর্মসূচির প্রতি জনগণকে আগ্রহী করে তুলতে সারা দেশে সর্বজনীন পেনশন মেলা আয়োজন করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে মেলা হচ্ছে রাজশাহীতে। এই মেলায় মোট ১২৫টি স্টল বসেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান, রাজশাহী ডিআইজি মো. আনিসুর রহমান প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২৬ টি এনজিওর প্রতিনিধিগণের মধ্যে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা স্টলে অংশগ্রহণ করে সার্বজনীন পেনশন কর্মসূচিতে প্রচারনা ও সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরন করে। এবং সেই সাথে বেশকিছু রেজিষ্ট্রেশন করেছে।