শাপলা সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহীর মোহনপুরে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে আজ ১২ মে শনিবার সকাল ১০ টায় কেশরহাট প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক(কালচার)কাঞ্চন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশরহাট পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর রুস্তম আলী প্রামানিক।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার-উল হালিম।স্বাগত বক্তব্য রাখেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহসিন আলী ।বিশেষ ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কেশরহাট মহিলা কলেজর প্রভাষক আবুল কালাম আজাদ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন সহকারী মহাব্যবস্থাপক জিতেন্দ্র কুমার রায়।কেশরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষে ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা সমাপনীতে যারা জি.পি.এ-৫ অর্জন করেছে তাদেরকে উৎসাহ দেওয়ার লক্ষে ্য শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ টাকা উপহার তুলে দেন।সেই সাথে কেশরহাট প্রাথমিক বিদ্যালয় থেকে অধিক সংখ্যক শিক্ষার্থী জি.পি.এ-৫ অর্জন করায় শাপলা সংস্থার স্কুলকেও একটি সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন শাপলা কালচারাল স্কুল।

Latest Posts