নিয়োগ বিজ্ঞপ্তি

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক অনুমোদিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ব্যাংক এর আর্থিক সহায়তায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত পদে জরুরী ভিত্তিতে কর্মকর্তা/ কর্মী নিয়োগ করা হবে;

ক্রঃ নং

পদের নাম

পদ সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

মাসিক বেতন

অনলাইনে আবেদন করতে

আঞ্চলিক ব্যবস্থাপক
(ঋণ কার্যক্রম)
০৫ স্নাতকোত্তর পাস। পিকেএসএফ এর সহযোগী সংস্থায় ঋণ কর্মসূচিতে ন্যূনতম ০৫টি শাখা পরিচালনায় ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমআইএস, এআইএস রির্পোটিং, কম্পিউটার অফিস প্রোগ্রাম, বাজেট প্রস্তুত, পরিকল্পনা বাস্তবায়নে দক্ষ ও অভিজ্ঞ এবং বাংলা ও ইংরেজীতে লেখা ও বলায় পারদর্শী হতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর। বেতন-শিক্ষানবিশ কালে ৩৫০০০/- টাকা। চাকরি স্থায়ীকরণ হলে পিএফ, গ্রাচ্যুয়িটি সুবিধা ও অন্যান্য ভাতাসহ সর্বমোট ৪৫০০০/- টাকা BDJobs.com এ আবেদন করতে ক্লিক করুন
ব্রাঞ্চ ম্যানেজার ১০ স্নাতকোত্তর পাস। পিকেএসএফ এর সহযোগী সংস্থায় ঋণ কর্মসূচিতে শাখা পরিচালনায় ০৩ বছরের অভিজ্ঞতা, এমআইএস, এআইএস রির্পোটিং এবং কম্পিউটার অফিস প্রোগ্রামে দক্ষ এবং প্রার্থীকে অবশ্যই স্মার্ট এবং উপস্থাপন ও বক্তব্য প্রদানে পারদর্শী হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতন-শিক্ষানবিশ কালে ২৮০০০/- টাকা। চাকরি স্থায়ীকরণ হলে পিএফ, গ্রাচ্যুয়িটি সুবিধা ও অন্যান্য ভাতাসহ সর্বমোট ৩৪০০০/- টাকা BDJobs.com এ আবেদন করতে ক্লিক করুন
সহঃ ব্রাঞ্চ ম্যানেজার ১২ স্নাতকোত্তর পাস। প্রার্থীকে অবশ্যই MS Word, MS Exccl, Internet Browsing সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ, স্মার্ট এবং উপস্থাপন ও বক্তব্য প্রদানে পারদর্শী হতে হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর। পিকেএসএফ এর সহযোগী সংস্থায় ঋণ কর্মসূচিতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। বেতন-শিক্ষানবিশ কালে ২০০০০/- টাকা। চাকরি স্থায়ীকরণ হলে পিএফ, গ্রাচ্যুয়িটি সুবিধা ও অন্যান্য ভাতাসহ সর্বমোট ২৫০০০/- টাকা BDJobs.com এ আবেদন করতে ক্লিক করুন
সিঃ ফিল্ড ম্যানেজার ২৫ স্নাতকোত্তর পাস। বাইসাইকেল/ মোটরসাইকেল চালিয়ে মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। দক্ষ ও স্মার্র্ট হতে হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর। বেতন-শিক্ষানবিশ কালে ১৫২৫০/- টাকা। চাকরি স্থায়ীকরণ হলে পিএফ, গ্রাচ্যুয়িটি সুবিধা ও অন্যান্য ভাতাসহ সর্বমোট ২০২৫০/- টাকা BDJobs.com এ আবেদন করতে ক্লিক করুন
ফিল্ড
ম্যানেজার
৩৫ স্নাতকোত্তর পাস। বাইসাইকেল/ মোটরসাইকেল চালিয়ে মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। দক্ষ ও স্মার্র্ট হতে হবে। বয়স সর্বোচ্চ ৩০ বছর। বেতন-শিক্ষানবিশ কালে ১৩৫০০/- টাকা। চাকরি স্থায়ীকরণ হলে পিএফ, গ্রাচ্যুয়িটি সুবিধা ও অন্যান্য ভাতাসহ সর্বমোট ১৭০০০/- টাকা BDJobs.com এ আবেদন করতে ক্লিক করুন
আগ্রহী প্রার্থীগণকে ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, নাগরিকত্ব ও জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ও মোবাইল নম্বর উল্লেখসহ আবেদনপত্র আগামী ১৭/১১/২০১৯ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিম্ন স্বাক্ষরকারী (পদবি) বরাবর সরাসরি/ ডাকযোগে/ ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। ইমেইলে পাঠানোর ঠিকানা-shaplango@gmail.com (বিঃ দ্রঃ ১-৩নং পদের জন্য ৩০০/-টাকা এবং ৪-৫নং পদের জন্য ২০০/- টাকা পরীক্ষার ফি বাবদ পরীক্ষায় অংশগ্রহণের সময় নগদে জমা দিতে হবে। সকল ক্ষেত্রে অধিক অভিজ্ঞ, দক্ষ, স্মার্ট ও নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে)। উল্লেখ্য, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোন প্রকার টিএ/ ডিএ প্রদান করা হবে না।
অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এবং কোন ধরণের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। উপজেলা পর্যায় বা গ্রামীণ জনপদে থেকে কাজ করতে হবে। উপরোক্ত সকল পদে যোগদানের সময় একমাসের মোট বেতনের সমপরিমান টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে সংস্থায় জমা প্রদান করতে হবে। উল্লেখ্য, অধিক যোগ্য ও দক্ষ প্রার্থীর ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বেতন শিক্ষানবিশকালেও বাড়ানো যেতে পারে।

বিভাগীয় প্রধান
মানব সম্পদ উন্নয়ন বিভাগ
শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা
৩৭ ফিরোজাবাদ, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী।

Latest Posts