রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার শাপলা কালচারাল স্কুল গত ২৬ শে বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ (০৯ মে ২০১৮ ইং) রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহসিন আলী। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর অনিক মাহমুদ । বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক খন্দকার মিজানুর রহমান, শাপলা কম্পিউটার এন্ড কনজুমারস ব্যবস্থাপনা পরিচালক সানজিদা রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন শাপলা গ্রাম উন্নয় সংস্থার ব্যবস্থাপক (কালচার) কাঞ্চন রায়।