রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় এর ত্রাণ তহবিলে ২১৫০কেজি চাল অনুদান প্রদান করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা।

রাজশাহী সিটি কর্পোরেশন এর পর এবার জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী এর ত্রাণ তহবিলে জেলার কর্মহীন অসহায় মানুষের জন্য #২১৫০কেজি চাল অনুদান প্রদান করেন #শাপলা_গ্রাম_উন্নয়ন_সংস্থা। বৃহঃস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ মোহসিন আলী, রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হামিদুল হক এর নিকট চাল জমাদানের রশিদ হস্তান্তর করেন। এসময় তার সাথে সংস্থার সমন্বয়কারী (প্রশাসন) জনাব মোঃ মাহাবুব হোসেন উপস্থিত ছিলেন।

উক্তসময় জেলা প্রশাসক জনাব মোঃ হামিদুল হক সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ মোহসিন আলীর উদ্দেশ্যে বলেন, জাতির এ সংকটময় পরিস্থিতিতে আপনি আপনার উদারতা দিয়ে খেটে খাওয়া শ্রমিক, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী, ভ্যান চালক, অসহায় মানুষের পাশে দাড়িয়ে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ৪৩ বস্তা (২১৫০ দুইহাজার একশত পঞ্চাশ) কেজি চাউল অনুদান প্রদান করায় আপনাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশাকরি দেশ ও জাতির কল্যাণে ভবিষ্যতেও যে কোনও ধরণের সংকট মােকাবেলায় আপনি জেলা প্রশাসনের ও দেশের পাশে থাকবেন।

এছাড়াও তিনি সংস্থার ভূয়সী প্রশংসা পূর্বক ধন্যবাদসহ নিজ সাক্ষরিত একটি ধন্যবাদ পত্র প্রদান করেন।

জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী এর ত্রাণ তহবিলে জেলার কর্মহীন অসহায় মানুষের জন্য #২১৫০কেজি চাল অনুদান প্রদান করেন #শাপলা_গ্রাম_উন্নয়ন_সংস্থা।
Search

Latest Posts

error: Content is protected !!