শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
প্রথম প্রভাতে রাজশাহীর অদূরে মোহনপুর উপজেলার কেশরহাট ডিগ্রি কলেজ প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে সংস্থার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের অংশগ্রহণে মনোমুগ্ধকর রাল্যীর মাধ্যমে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
পরে কেশরহাটস্থ শাপলা হল রুমে বিজয় দিবসের তাৎপর্য বর্ননা করে আলোচনা সভা ও পরিশেষে অনাড়ম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
উল্লেখ্য, সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব আব্দুর রউফ কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ মোহসিন আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংক কেশরহাট শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আনোয়ার হোসেন, শাপলা কম্পিউটার এন্ড কন্সুমারস এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সানজিদা রহমান, বেলনা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক জনাব মোঃ দেলোয়ার হোসেন, শাপলা কুঁড়ি পত্রিকার সম্পাদক জনাব মোঃ আশরাফুল হক পলাশ ও সংস্থার উপ-সহকারী পরিচালক জনাব মোঃ আজহারুল ইসলাম। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় ছিলেন সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়কারী জনাব মো জাহাঙ্গীর আলম।