করোনা মহামারীর শুরু থেকেই শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা কমর্হীন অসহায় মানুষের সহযোগিতায় ত্রাণ নয় বরং উপহার প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার কমর্হীন দুঃস্থ মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে রাসিক মেয়রের তহবিলে ২১৫০কেজি চাউল প্রদান করেন।
আজ নগর ভবনে মেয়র মহোদয়ের কক্ষে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ মোহসিন আলী, রাসিক এর সফল মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর কাছে চাল জমাদানের রশিদ হস্তান্তর করেন। এসময় সংস্থার উর্ধতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
এসময় মেয়র মহোদয় ‘শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার’ ভূয়সী প্রশংসা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।