বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আর্থিক সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নের লক্ষ্যে আজ রবিবার সকাল ১১টায় শাপলা এর কেশরহাটস্থ প্রশিক্ষণ কেন্দ্রে ১০ জন অতিদরিদ্রের মাঝে বিনামূল্যে ১০টি ভ্যান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশরহাট পৌরসভার মেয়র মোঃ শহিদুজ্জামান শহিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, জনাব মোঃ রুস্তম আলী প্রামানিক ও মোঃ ওয়াহেদুর রহমান । সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী। অনুষ্ঠানে ১০ জন উপকারভোগী, তার পরিবারের সদস্যবৃন্দ এবং সংস্থার বিভিন্ন পর্যায়ের স্টাফগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রনালয়ের স্বাস্থ্যবিধি মেনে ভ্যান বিতরণ অনুষ্ঠান পরিচালনা করা হয়।
বিনামূল্যে ভ্যান পাওয়া সদস্যগণ শাপলা ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দাতা সংস্থার উত্তোরোত্তর সফলতা কামনা করেন।