বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে সকালে রাজশাহীস্থ শাপলা কনফারেন্স রুমে এক র‍্যালী, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।

সংস্থার এইচআর সমন্বয়কারী জনাব জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরের অর্থনৈতিক উন্নয়ন ভাবনার অগ্রদূত শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ মোহসিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জহিরুল আলম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, আইডিএফ এনজিও এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী মোসাঃ হোসনেয়ারা আলম ও বিজন কুমার সরকার, জোনাল ম্যনেজার, আইডিএফ সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন বিভাগের কর্মচারী ও শিক্ষার্থী বৃন্দ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপনআলোচনায় বক্তারা বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে নানাবিধ ঐতিহাসিক ও বাস্তবিক বিষয়ে আলোচনা পেশ করেন। আলোচনা শেষে শাপলা কালচারাল স্কুলের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Latest Posts

error: Content is protected !!