নোভেল করোনা ভাইরাসে রূদ্ধ কর্মহীন ও অসহায় মানুষদের পাশে ”শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা”

নোভেল করোনা ভাইরাসে রূদ্ধ কর্মহীন ও অসহায় মানুষদের পাশে ”শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা”। মোহনপুর থানার সইপাড়া, গাংগোপাড়া, কেশরহাট ও সিন্দুরী গ্রামের অসহায়-দুঃস্থ প্রায় তিন শতাধিক মানুষের হাতে খাদ্য সামগ্রী যেমনঃ চাল,ডাল,তেল,লবন,সাবান বিতরণ করা হয়।

সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উক্ত বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আয়েন উদ্দিন এমপি, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মহোদয় মোঃ মোহসিন আলী ও উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছাঃ সানজিদা রহমান। এছাড়াও ভিন্ন কয়েকটি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র, মোহনপুর থানার অফিসার ইনচার্জ সহ গুনী ব্যক্তিবর্গ।

এসময় উপস্থিত সকলেই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার লক্ষ্যে করনীয় বিষয় সমূহ নিয়ে আলোকপাত করেন।

Search
« of 6 »

Latest Posts

error: Content is protected !!